Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম আলো’র সম্পাদকের নামে মানহানির মামলা বরগুনার এমপির


৩ জুলাই ২০১৯ ১৮:২২ | আপডেট: ৩ জুলাই ২০১৯ ১৯:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরগুনা: জাতীয় দৈনিক প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানের নামে মানহানির মামলা দায়ের করেছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

বুধবার (৩ জুলাই) দুপুরে তিনি নিজেই বাদী হয়ে বরগুনার যুগ্ম জেলা জজ মাসুম বিল্লাহর আদালতে মামলাটি দায়ের করেন। এতে ক্ষতিপূরণ বাবদ ১০ কোটি টাকা দাবি করা হয়েছে।

ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর আইনজীবী জগদীশ চন্দ্র শীল জানান, জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর ‘টাকা ছাড়া নড়েন না শম্ভু’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ধীরেন্দ্র দেবনাথ ও তার পরিবারের সদস্যদের সুনাম ক্ষুণ্ন হয়েছে। যে কারণে তিনি মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে জানতে মোবাইল ফোনে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে এই সংসদ সদস্যের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সারাবাংলা/এটি

টপ নিউজ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু প্রথম আলো মতিউর রহমান মানহানি মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর