Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ার ব্যাংকের নতুন নিযুক্ত অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা


৩ জুলাই ২০১৯ ১৮:২৩

ঢাকা: নতুন নিয়োগ পাওয়া প্রবেশনারি অফিসার ও ট্রেইনি জুনিয়র অফিসারদের (ক্যাশ) নিয়ে সম্প্রতি ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে দ্য প্রিমিয়ার ব্যাংক।

কর্মশালায় নব নিযুক্ত অফিসারদের স্বাগত জানান ব্যাংকের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপদেষ্টা মুহম্মদ আলী, এমডি এবং সিইও জনাব এম রিয়াজুল করিম (এফসিএমএ)।

বিজ্ঞাপন

ডা. এইচ বি এম ইকবাল স্বাগত বক্তব্যে বলেন, ‘বর্তমানের সামাজিক প্রেক্ষাপটে পেশার প্রতি মানুষের পুরান চিন্তা ভাবনার পরিবর্তন এসেছে। যথাযোগ্য পারিশ্রমিক এবং মহৎ সেবা হিসেবে, সদ্য বিশ্ববিদ্যালয় পাশকরা ছাত্র-ছাত্রীদের কাছে এটি এখন খুবই সমাদৃত পেশা।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত ও পেশাগত যেকোনো জীবনে সফল হতে শুধু জ্ঞানী হলেই চলবে না, একাগ্রচিত্ত ও দূরদর্শী হতে হবে।’ বক্তব্যের শেষে তিনি স্বল্প সময়ে অর্জিত সাফল্যের পেছনে না ছুটতে অনুরোধ করেন এবং নিবেদিত প্রচেষ্টায় সৎ পথে থেকে সাফল্য অর্জনের পরামর্শ দেন।

এছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জাব্বার চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া, ডিএমডি সৈয়দ নওশের আলী, ডিএমডি মো. নাজিমউদ্দৌলা ও হেড অব লার্নিং অ্যান্ড ট্রেইনিং সাদিয়া মবিন হান্নানসহ অনেকে উপস্থিত ছিলেন।

যথাযত বাছাই পর্ব শেষে, দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এ বছরে ১৩০ জন প্রবেশনারি অফিসার এবং ৯৮ জন ট্রেইনি জুনিয়র অফিসার (ক্যাশ) নিয়োগ দেয়। সারাদেশের যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক-স্নাতকত্তোর উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন করেছিলেন এই নিয়োগ প্রক্রিয়ায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআই

প্রিমিয়ার ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর