চবির সাবেক শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় শিক্ষক সমিতির নিন্দা
৩ জুলাই ২০১৯ ১৯:০৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইংরেজি বিভাগ থেকে সদ্য অবসর নেওয়া অধ্যাপক ড. মাসুদ মাহমুদকে ফেলে দিয়ে গায়ে কেরোসিন ঢেলে দেওয়ায় নিন্দা ও প্রতিবাদে জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একই সঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছে।
বুধবার (৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জাকির হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।
অফিস থেকে টেনে বের করে শিক্ষকের গায়ে কেরোসিন!
বিবৃতিতে বলা হয়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মাসুদ মাহমুদের বিরুদ্ধে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ধারাবাহিকভাবে মর্যাদা হানিকর নানা ফৌজদারী অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটন করে যাচ্ছে। এরই অংশ হিসেবে গত ২ জুলাই ২০১৯ তারিখে কতিপয় শিক্ষার্থী উক্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ড. মাসুদ মাহমুদকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গায়ে কেরোসিন ঢেলে দেয়। একজন প্রবীণ বিশ্ববিদ্যালয় শিক্ষকের সঙ্গে এরকম ঘৃণ্য ও পৈশাচিক কর্মকাণ্ড অতীব নিন্দনীয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সংশ্লিষ্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অপরাধীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আহবান জানাচ্ছে। একই সঙ্গে রাষ্ট্র ও পুলিশ প্রশাসনের প্রতি অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি।’
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (২ জুলাই) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) অধ্যাপক মাসুদ মাহমুদকে অফিস থেকে বের করে তার গায়ে কেরোসিন ঢেলে দিয়েছে একদল শিক্ষার্থী। অধ্যাপক মাসুদ মাহমুদ ইউএসটিসির ইংরেজি বিভাগের উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসরের পর তিনি ইউএসটিসিতে যোগ দিয়েছেন।
সারাবাংলা/সিসি/এমআই
আরও পড়ুন: শিক্ষকের গায়ে কেরোসিন, ইউএসটিসির ছাত্র আটক