Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ফখরুল


৩ জুলাই ২০১৯ ২২:৩৪ | আপডেট: ৩ জুলাই ২০১৯ ২২:৩৬

ঢাকা: দলের স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ইউনাইটেড হাসপাতালে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৩ জুলাই) রাত ৯টার দিকে তিনি সেখানে যান। তার সঙ্গে ছিলেন বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান।

এর আগে বুধবার সকালে ইস্কাটনের বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন রফিকুল ইসলাম মিয়া। সকাল ১০টার দিকে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। নিউরো বিশেষজ্ঞ বিগ্রেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক শফিকুল আলমের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছেন। দলীয় সভায় তাকে খুব একটা দেখা যায় না। অসুস্থতার কারণে গত নির্বাচনেও অংশ নিতে পারেননি একাধিক বারের এই সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী।

সারাবাংলা/এজেড/এমআই

ফখরুল রফিকুল ইসলাম মিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর