জ্বর কমেছে শাহীনের
৪ জুলাই ২০১৯ ১৬:১৬
ঢাকা: সাতক্ষীরায় ছিনতাইকারীর হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অটোরিকশা চালক কিশোর শাহীনের অবস্থা আগের মতোই আছে। তবে তার গায়ে যে জ্বর ছিল সেটা কমে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. অসিত চন্দ্র সরকার সারাবাংলাকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘শাহিনের আজ পর্যন্ত কোনো উন্নতি নেই, আবার অবনতিও নেই। নাকের নল দিয়েই খাওয়ানো হচ্ছে।’
শাহিনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. অসিত চন্দ্র সরকার বলেন, ‘ আগের মতোই হাত, পা নাড়াচ্ছে শাহিন। চোখ মেলে তাকিয়েছে। শাহিন বলে ডাকলে সাড়াও দিচ্ছে।’
ডা. অসিত চন্দ্র বলেন, ‘শাহিনের ডান সাইড নিয়ে একটু চিন্তিত আছে। আগের মতো স্বাভাবিক কাজ করবে কিনা বলা যাচ্ছে। তবে এটা সময়ের ব্যাপার। ভবিষ্যতে হয়তো ঠিক হয়ে যেতে পারে।’
নাম ধরে ডাকলে সাড়া দিচ্ছে শাহীন
এসময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শাহীনের চাচা মনসুর আলী বলেন, ‘ওনার সুদৃষ্টিতেই আজ আমাদের শাহীনের চিকিৎসা চলছে। শাহীন এখন ডাকালে সাড়া দিচ্ছে। আশা করছি চিকিৎসকদের চেষ্টায় ভালো হয়ে উঠবে সে।’ তার চিকিৎসার কোনো ত্রুটি হচ্ছে না বলেও জানান তিনি।
সারাবাংলা/এসএসআর/এমও