Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারমাণবিক অস্ত্রে সজ্জিত হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী


৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:২৭

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে ওবামা যুগের অবসান ঘটিয়ে নতুন কৌশলের আরম্ভ হতে যাচ্ছে পেন্টাগন।

দেশটির প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস বলেন, ‘বিশ্ব যেমন, যুক্তরাষ্ট্রেরও উচিত ঠিক তেমন করে দেখা। কি হতে পারতো সেটা বড় কথা নয়।’

পেন্টগনের নতুন কৌশল অনুযায়ী, যুক্তরাষ্ট্র তার প্রতিরক্ষা বাহিনীর জন্য নতুন ধরণের অস্ত্র তৈরি করতে যাচ্ছে। তবে সমালোচকেরা বলছেন সেটা হতে পারে পারমাণবিক কোন অস্ত্র।

রাশিয়ার পারমাণবিক অস্ত্র বৃদ্ধির বিপরীতে ক্ষমতার ভারসাম্য আনতে যুক্তরাষ্ট্র তার পারমাণবিক শক্তি বৃদ্ধি করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে রাশিয়াকে টার্গেট করে অস্ত্র তৈরি করা হলেও তাদের মূল লক্ষ্য হবে ইসলামী সন্ত্রাসবাদ দমনে বিশ্ব শক্তি চীন ও রাশিয়ার সঙ্গে প্রতিযোগিতা করা।

পেন্টাগনের নতুন কৌশলে ২০১০ সালের আইনের সঙ্গে অনেক মিল আছে। সেখানে উল্লেখ ছিল, যুক্তরাষ্ট্র কিছু সংখ্যক স্বল্প পাল্লার সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক মিসাইল তৈরি করবে।

এ ব্যাপারে পেন্টাগনের একজন ঊর্ধ্বতন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র অস্ত্র প্রতিযোগিতা করছে না বরং রাশিয়ার অস্ত্র তৈরির জবাব দিচ্ছে।

তবে বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের এই অস্ত্র বিস্তারের সমালোচনা করেছেন।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর