জবিতে ৭ দফা দাবি আদায়ে উপাচার্য ভবন ঘেরাও
৪ জুলাই ২০১৯ ১৭:৩৫
জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ মিছিল শেষে উপাচার্য ভবন ঘেরাও করে ৭ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা ভিসি বিরোধী স্লোগান দেয়।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে জবি ক্যাম্পাসের বিজ্ঞান ভবন থেকে সাধারণ শিক্ষার্থীরা একটি মিছিল বের করে ভাস্কর্য চত্বর ঘুরে কলা অনুষদ হয়ে কাঁঠাল তলা প্রদক্ষিণ করেন। এরপর মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। এতে প্রশাসনিক ভবনের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এসময় সাধারণ শিক্ষার্থীরা বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভালো করেই জানেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমরা কতটুকু সুযোগ-সুবিধা পাচ্ছি। আমরা সবচেয়ে অবহেলিত ও বঞ্চিত। অবিলম্বে আমাদের ৭ দফা দাবি মেনে নিতে হবে। দাবি মেনে না নিলে সাধারণ শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনে যাবে।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- এক সপ্তাহের মধ্যে ক্যান্টিনের ভর্তুকি বাড়িয়ে খাবারের দাম কমাতে হবে ও মান উন্নয়ন করতে হবে, এক মাসের মধ্যে বাসের ডাবল শিফট চালু করতে হবে, চার মাসের মধ্যে জকসু নির্বাচন দিতে হবে, দুই মাসের মধ্যে ছাত্রী হলের কাজ শেষ করতে হবে। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে ৭০ শতাংশ শিক্ষক নিয়োগ দিতে হবে, আবেদনের ক্ষেত্রে সিজিপিএ শর্ত শিথিল করে স্বচ্ছ নিয়োগ পরীক্ষার মাধ্যমে যোগ্যদের নিয়োগ দিতে হবে ও জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অবিলম্বে শুরু করতে হবে এবং গবেষণা খাতে শর্ত কমিয়ে বাজেট বাড়াতে হবে।
উল্লেখ্য, গত সপ্তাহ থেকে সাধারণ শিক্ষার্থীরা ছয় দফার দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল। ছয় দফার সঙ্গে ‘গবেষণায় শর্ত কমানো ও বরাদ্দ বাড়ানোর’ বিষয়টি যোগ করে তারা আন্দোলনকে ৭ দফা দাবি আদায়ে নিয়ে যায়।
সারাবাংলা/জেআর/পিটিএম