নকশা না মেনে আবাসন প্রতিষ্ঠানের ভবন নির্মাণ, আদালতে ভূমি মালিক
৪ জুলাই ২০১৯ ২০:১৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে একটি আবাসন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুমোদিত নকশা লঙ্ঘন করে ভবন নির্মাণের অভিযোগ দায়ের হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিশেষ আদালতে। অভিযোগ তদন্ত করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (০৪ জুলাই) সিডিএ’র বিশেষ আদালতে দায়িত্বরত বিচারিক হাকিম সাইফুল ইসলাম চৌধুরী এই আদেশ দিয়েছেন।
নগরীর আতুরার ডিপো এলাকার বনানী হাউজিং সোসাইটির একটি প্লটের মালিক আহমেদ কবির নগরীর বিল্ড পাওয়ার ল্যান্ডমার্ক পাওয়ার লিমিটেডের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। এতে অভিযুক্ত করা হয়েছে। আবাসন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নুরের জামান শিমুলকে।
সিডিএ’র বিশেষ আদালতের পেশকার মো. ফয়েজ সারাবাংলাকে জানান, বাদী আহমেদ কবির বনানী হাউজিং সোসাইটিতে তার মালিকানাধীন জায়গায় ভবন নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন ল্যান্ডমার্ক পাওয়ার লিমিটেডকে। বাদী অভিযোগ করেছেন- প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নুরের জামান শিমুল সিডিএ’র অনুমোদিত নকশা লঙ্ঘন করে ভবনটি তৈরি করেছেন। এতে ইমরাত নির্মাণ আইন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইনের লঙ্ঘন হয়েছে।
আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে সিডিএ’র ইমারত নির্মাণ কমিটিকে বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সারাবাংলা/আরডি/এনএইচ