চবি ল্যাবরেটরি কলেজের নামফলক ভেঙে ফেলায় তদন্ত কমিটি
৪ জুলাই ২০১৯ ২০:২২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ পরিত্যক্ত ব্যাগ থেকে ইয়াবা উদ্ধার এবং ভিত্তিপ্রস্তরের নামফলক ভেঙে ফেলার ঘটনায় পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে এই দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়। এসব তথ্য সারাবাংলকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী।
প্রক্টর সারাবাংলাকে বলেন, ‘সোমবার (১জুলাই) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে পরিত্যক্ত ব্যাগ থেকে চারটি ইয়াবা উদ্ধারের ঘটনায় সহকারী প্রক্টর হেলাল উদ্দিনকে আহ্বায়ক ও নিয়াজ মোর্শেদ রিপনকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
এছাড়া ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের নামফলক ভেঙে ফেলার ঘটনায় সহকারী প্রক্টর রেজাউল করিমকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সহকারী প্রক্টর হেলাল উদ্দিন ও নিয়াজ মোর্শেদ রিপন।
গঠিত দুই তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
সারাবাংলা/সিসি/এমও