সেই ডাক্তারের পক্ষে দাঁড়াল ক্যানসার আক্রান্ত শিশুরা
৪ জুলাই ২০১৯ ২২:১০
চট্টগ্রাম ব্যুরো: ফেসবুকে সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মোর্ত্তজাকে নিয়ে পোস্ট দেওয়া চিকিৎসকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে রাস্তায় দাঁড়িয়েছেন ক্যানসার আক্রান্ত কিছু শিশু ও তাদের অভিভাবকেরা।
বৃহস্পতিবার (০৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনে জড়ো হয়েছিলেন তারা। এর ব্যানারে লেখা ছিল ‘শত শত গরিব শিশু ক্যান্সার রোগীদের বাঁচাতে অধ্যাপক রেজাউল করিম স্যারের বদলি আদেশ বাতিল করতে হবে– ক্যানসার আক্রান্ত শিশশুদের অভিভাবকবৃন্দ।’
মাশরাফিকে নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দেওয়ায় গত ৬ মে মন্ত্রণালয় থেকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয় শিশু হেমাটোলজিস্ট অধ্যাপক এ কে এম রেজাউল করিমকে। গত ২৬ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগ থেকে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়।
সেই আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে এসেছিলেন ক্যান্সারাক্রান্ত শিশু ও অভিভাবক মিলিয়ে প্রায় ৬০ জন।
৯ বছরের শিশু সরওয়ারকে নিয়ে মিরসরাই থেকে আসা সেলিনা বেগম মানববন্ধনে বলেন, ‘এক ছেলে ও এক মেয়ে আমার। ছেলেটি দুই বছর ধরে অসুস্থ। গরিব মানুষ। স্বামী গাড়ি চালায়। রেজাউল করিম স্যার না থাকলে এতদিন চিকিৎসা পেতাম না। তাঁকে চট্টগ্রামে রেখে দেওয়ার অনুরোধ করছি।’
১১ বছর বয়সী ব্লাড ক্যানসার আক্রান্ত ছেলেকে নিয়ে উপস্থিত হওয়া হোটেল শ্রমিক নেজাম উদ্দিন মানববন্ধনে বলেন, ‘আজ আড়াই বছর ধরে আমার ছেলেটি অসুস্থ। কেমো দিতে হয়। এত টাকা কোথায় পাব? সরকারি হাসপাতালে করিম স্যার সব ব্যবস্থা করে দেন। উনি চলে গেলে আমার ছেলের কী হবে ?’
মানববন্ধনে আরও কয়েকজন অভিভাবক বক্তব্য দিয়ে রেজাউল করিমের বদলি আদেশ প্রত্যাহারের দাবি করেন।
সারাবাংলা/আরডি/এনএইচ