৩৬ রাউন্ড গুলি ও ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার বিজিবির
৫ জুলাই ২০১৯ ১২:২২
ঢাকা: চাপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ৩৬ রাউন্ড গুলিসহ ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৫ জুলাই) ভোরে এসব গুলি ও অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসীন রেজা।
তিনি জানান, শুক্রবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের বাখের আলী সীমান্তে অভিযান চালিয়ে ছয়টি পিস্তল, একটি রিভলবার ও তিনটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। এসময় ৩৪ রাউন্ড পিস্তলের গুলি, দুই রাউন্ড ওয়ানশুটারগানের গুলি এবং দশটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকা দিয়ে অস্ত্রের চোরাচালান রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। জড়িতদের কাউকে আটক করা সম্ভব না হলেও তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সারাবাংলা/ইউজে/এমআই