Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুট্টির কবর জিয়ারত করলেন গোলাম দস্তগীর গাজী


৫ জুলাই ২০১৯ ২০:৪৬

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুর্বৃত্তদের হাতে নিহত কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য বিউটি আক্তার কুট্টির কবর জিয়ারত করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

শুক্রবার (৫ জুলাই) জুমার নামাজের পর চনপাড়ায় কুট্টির পারিবারিক কবরস্থানে গিয়ে জিয়ারত করেন মন্ত্রী। এ সময় কুট্টির কবরের পাশে ফাতেহা পাঠ ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলী, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য বজলুর রহমান বজলু, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বিউটি আক্তার কুট্টি’র কুলখানী উপলক্ষে নবকিশলয় হাইস্কুল অ্যান্ড গার্লস কলেজ মাঠে আয়োজিত মিলাদ মাহফিল অনুষ্ঠানে যোগ দেন। পরে তিনি রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় নির্মাণাধীন (বীরপ্রতীক) গাজী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন।

২৬ জুন সকালে উপজেলার চনপাড়া থেকে পশ্চিমগাঁও সড়কে হাঁটতে বের হন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য বিউটি আক্তার কুট্টি। এ সময় পশ্চিমগাঁও এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে হত্যা করে।

সারাবাংলা/এমএইচ

নারায়ণগঞ্জ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর