Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপিকে আরও শক্তিশালী করার প্রচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী


৩ ফেব্রুয়ারি ২০১৮ ২০:০৭

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘পুলিশ জনগণের ও আপনাদের আস্থা অর্জন করতে পেরেছে বলেই আজ সবাই এই অনুষ্ঠানে এসেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে পুলিশ তৈরি হয়েছে সেই পুলিশ আর আগের পুলিশ এক নয়। ডিএমপিকে আরও শক্তিশালী করার প্রচেষ্টা চলছে, যাতে তারা জনগণের আরও পাশে থাকতে পারে।’

রাজারবাগ পুলিশ লাইন্সে শনিবার বিকেলে ডিএমপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘ডিএমপি হচ্ছে বাংলাদেশ পুলিশের দর্পণ। সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ডিএমপির আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্বারা প্রতিফলিত হয়। দেশের প্রতিটি জাতীয় উৎসব উদ্‌যাপনে ডিএমপি নিচ্ছিদ্র নিরাপত্তা দিয়ে থাকে। ডিএমপি তাদের দক্ষতা সফলতা প্রমাণ করেছে।’

আইজিপি ডিএমপির প্রশংসা করে বলেন, ‘পুলিশ এখন জনবান্ধব, নারীবান্ধব, শিশুবান্ধব। আমি ঢাকা মহানগর পুলিশের সকলের সাফল্য কামনা করি। আশা করি  ডিএমপি দক্ষতা নিয়ে আগে দায়িত্ব পালন করেছে আগামীতেও একইভাবে দায়িত্ব পালন করবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদ দমনে সিংহভাগ সাফল্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। জঙ্গিবিরোধী অধিকাংশ অভিযানই ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট করেছে। ডিএমপি বাংলাদেশ পুলিশের দর্পণ।’

পুলিশের সাবেক আইজি এম এনামুল হক বলেন, ‘মানুষ বিপদে পড়লে তিনটি বিষয়  মনে করে। এক আল্লাহ। দুই ডাক্তার। আর তিন পুলিশ। কাজেই পুলিশ এখন অনেক ভালো কাজ করছে। দুই একটি খারাপ তো থাকবেই। পুলিশকে এগিয়ে যেতে হবে। ভালো থেকে আরও ভালো, তার চেয়েও অধিক ভালো হবে পুলিশ তবুও থামা যাবে না।’

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আক্তারুজ্জামান বলেন, ‘হাজার মানুষের বিপরীতে একজন পুলিশ কাজ করে। এত কম সংখ্যক পুলিশ দিয়ে অনেক মানুষের সেবা আশা করা ঠিক না। এরপরেও পুলিশ মানুষের জান-মাল রক্ষায় কাজ করছে।  পুলিশ কীভাবে পারছে, তা হয়তো কেউ জানে না। পুলিশ জনগণকে সাথে নিয়ে এটি করছে।

তিনি আরও বলেন, ‘পুলিশের শক্তিই হচ্ছে জনগণ। এ জনগণকেই সাথে নিয়ে আগামীতে ডিএমপি এগিয়ে যাবে। কয়েক বছর থেকে আমরা দেখেছি পুলিশের মধ্যে জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে। বুঝতে হবে পুলিশের মধ্যে পরিবর্তন এসেছে। ভালো পুলিশের সাথে বন্ধুত্ব করছে সাধারণ মানুষ। এ বিবর্তন নিঃসন্দেহে ভালো দিক।’

লেখক ও কলামিস্ট আবুল মকসুদ বলেন, ‘বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পৃথিবীর যেকোনো দেশের চাইতেও ভালো। পুলিশ সম্পর্কে আগের মতো মানুষের মনে নেতিবাচক ধারণা নেই।’

ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, ‘স্বাধীন বাংলাদেশে এখনো পুলিশের ওপর হামলা করতে দেখা যায়। এখনো কিছু নরপিশাচ আছে যারা পুলিশের মাথা ইটের উপর রেখে আরেকটি ইট দিয়ে মাথা থেতলে দেয়। অথচ পুলিশ না থাকলে এক মুহুর্তও চলতে পারতাম না।’

চলচ্চিত্র নায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ‘পুলিশ জেগে থাকে আর আমরা ঘুমাই। পুলিশ জেগে না থাকলে আমরা হয়তো শান্তিতে ঘুমাতে পারতাম না। জনগণকে শুধু পুলিশের বন্ধু ভাবলে হবে না, পুলিশকেও জনগণের বন্ধু ভাবতে হবে। তবেই এই দেশে শান্তি বিরাজ করবে। পুলিশের একার পক্ষে এত কাজ করা সম্ভব নয়।’

বক্তব্যের শুরুতেই অনুষ্ঠানে আগত অতিথিরা  কেক কেটে ডিএমপির প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপনের সূচনা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর