নতুন বিশ্ব ঐতিহ্য ব্যাবিলন
৬ জুলাই ২০১৯ ১৬:১৭
ইরাকের ৪ হাজার বছরের প্রাচীন শহর ব্যাবিলনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো। খবর বিবিসির।
গতকাল শুক্রবার (৫ জুলাই) আজারবাইজানে অনুষ্ঠিত এক সম্মেলনে সর্বশেষ স্থাপনা হিসেবে ব্যাবিলনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে ইউনেস্কো।
১৯৮৩ সাল থেকে ইরাক ইউনেস্কোর কাছে ব্যাবিলনকে বিশ্ব ঐতিহ্যে অন্তর্ভুক্ত করার ব্যাপারে দাবি জানিয়ে আসছে। এই শহরের ঝুলন্ত উদ্যান রয়েছে প্রাচীন বিশ্বের সপ্তাশ্চার্যের তালিকায়। সাদ্দাম হোসেনের শাসন আমলে একটি প্রাসাদ নির্মাণ এবং পরবর্তীতে মার্কিন বাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবার কারণে ব্যাবিলন কিছুটা ঝুঁকির ভেতর দিয়ে গেছে।
ইউনেস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, হাম্বুরাবি এবং নেবুচাঁদনেজারের শাসন আমলের গুরুত্বপূর্ণ স্মৃতি স্মারক এই ব্যাবিলন। এখানে রয়েছে সৃষ্টিশীলতার চূড়ান্ত উদাহরণ। এছাড়াও শিল্পমান, জনপ্রিয়তা এবং ধর্মীয় সংস্কৃতির আলোচনায় ব্যাবিলন বিশ্বমানের।
ইরাকের পক্ষ থেকে মেসোপটেমিয় সভ্যতার স্মারক ব্যাবিলন শহরকে নতুন বিশ্ব ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর ঘোষণাকে স্বাগত জানানো হয়েছে।
সারাবাংলা/একেএম