Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবা নিয়ে মধ্যপ্রাচ্যের পথে রওনা, শাহ আমানতে ধরা


৬ জুলাই ২০১৯ ১৬:৫১

চট্টগ্রাম ব্যুরো: ইয়াবা নিয়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা দিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন এক যাত্রী। তার কাছ থেকে ৮৮০ পিস ইয়াবা ইয়াবা উদ্ধার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা কর্মীরা।

শনিবার (৬ জুলাই) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মূল প্রবেশপথে তল্লাশির সময় ইয়াবাসহ ওই যাত্রীকে আটক করা হয়েছে।

আটক আহসানুল সগীরের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত বেবিচকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা শহীদুল ইসলাম সারাবাংলাকে জানান, দুবাইগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৪১৪ এর যাত্রী ছিলেন আহসানুল সগীর। সকালে বিমানবন্দরে প্রবেশের সময় তল্লাশিচৌকিতে তার লাগেজের ভেতরে একটি কার্টনে আচারের প্যাকেটে ইয়াবা পাওয়া যায়। এরপর তাকে আটক করা হয়।

আটক আহসানুল সগীরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সারাবাংলাকে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (মেট্রো) শামীম আহমেদ।

সারাবাংলা/আরডি/জেএএম

ইয়াবা চট্টমেট্রো মধ্যপ্রাচ্য


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর