Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংস্কৃতির আন্দোলন চালিয়ে যেতে হবে: গোলাম দস্তগীর গাজী


৭ জুলাই ২০১৯ ০০:৪০

ঢাকা: বাঙালী সংস্কৃতি চর্চার ওপর গুরুত্ব দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। সেজন্য সংস্কৃতির জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘পাকিস্তান আমলে আমরা বাংলায় কথা বলতে পারতাম না। ৭১ সাল পযর্ন্ত কোনোদিন বাংলায় কথা বলতে পারিনি। সে সময় রবীন্দ্রসঙ্গীত বন্ধ করে দেওয়া হলে আমরা অনেকেই বাসায় গান চর্চা করতাম। কিন্তু এখন সংস্কৃতি চর্চা হারিয়ে যাচ্ছে। তাই সংস্কৃতির যে আন্দোলন, সেটা আমাদের চালিয়ে যেতে হবে।’

বিজ্ঞাপন

শনিবার (৬ জুলাই) বিকেলে রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে লোক নাট্যদলের নিজস্ব চলতি প্রযোজনা নিয়ে চারদিন ব্যাপী নাট্যমেলার উদ্বোধনী অনুষ্ঠান ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা সুজেয় শ্যামকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘গান অতীতের স্মৃতি বহন করে। আগে এ দেশে যেভাবে নাটক বা গান চর্চা করা হতো, এখন সেভাবে তা আর হয় না। আজকাল আর খেলার মাঠে ছেলে মেয়েদের খেলতে দেখা যায় না। তারা মোবাইল আর ইন্টারনেট নিয়ে ব্যস্ত হয়ে আছে। তাই বলতে হচ্ছে, যেসব গান আমাদের মুক্তিযুদ্ধে যাওয়ার প্রেরণা যুগিয়েছিলো, সেইসব গান এখন হারিয়ে গেছে।’

এই মুক্তিযোদ্ধা আরও বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের রাজনীতি শিখিয়েছেন, যুদ্ধ করতে শিখিয়েছেন। তিনি দেশপ্রেম শিখিয়েছেন। এজন্য আমরা মৃত্যু হতে পারে জেনেও যুদ্ধে গিয়েছি।’

এই সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা সুজেয় শ্যামকে সম্মাননা তুলে দেন বস্ত্র ও পাট মন্ত্রী  গোলাম দস্তগীর গাজী।

সারাবাংলা/এসজে/ওএম   

গোলাম দস্তগীর গাজী বাংলাদেশ মহিলা সমিতি লোকসংস্কৃতি

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর