Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা: খোলা হয়েছে আটটি আশ্রয়কেন্দ্র


৭ জুলাই ২০১৯ ০১:০৭ | আপডেট: ৭ জুলাই ২০১৯ ০৩:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: বৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাসরতদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়ার কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। পাহাড়ের বাসিন্দাদের সাময়িকভাবে বসবাসের জন্য ইতোমধ্যে আটটি আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

শনিবার (৬ জুলাই) ভোর থেকে থেমে থেমে ভারী বৃষ্টিপাতের পর সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়।

নগরীর আকবর শাহ ও পাহাড়তলি এলাকার পাহাড়ের বাসিন্দাদের জন্য পাহাড়তলি বালিকা উচ্চ বিদ্যালয়; কৈবল্যধাম, লেকসিটি, ফয়েজ লেক এলাকার ১ ও ২ নম্বর ঝিল এলাকার জন্য ফিরোজা শাহ-ই ব্লক স্কুল; মধুশাহ পাহাড় ও পলিটেকনিকাল সংলগ্ন পাহাড়ের জন্য চট্টগ্রাম মডেল হাই স্কুল; জালালাবাদ হাউজিং সংলগ্ন পাহাড়ের জন্য জালালাবাদ বাজার সংলগ্ন শেড; লালখান বাজারের টাংকির পাহাড়ের জন্য আল হেরা ইসলামিয়া মাদ্রাসা; মিয়ার পাহাড়ের জন্য রৌফাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়; মতিঝর্ণা পাহাড়ের জন্য লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পোড়া কলোনির বাসিন্দাদের জন্য ছৈয়দাবাদ স্কুলকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান সারাবাংলাকে জানান, পাহাড়ের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য সহকারি কমিশনার এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের সমন্বয়ে কাজ শুরু হয়েছে। বিকেল থেকে পাহাড়গুলোতে মাইকিং করা হচ্ছে। আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ শুকনা খাবার ও পানি মজুদ রাখা হয়েছে।

সারাবাংলা/আরডি/জেএ/ওএম

চট্টগ্রাম পাহাড় ধসের আশঙ্কা বৈরি আবহাওয়া

বিজ্ঞাপন

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার!
১৪ জুলাই ২০২৫ ১৬:৪৭

শাকিব খানের ‘মিশন হলিউড’
১৪ জুলাই ২০২৫ ১৬:২০

আরো

সম্পর্কিত খবর