Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বামদের হরতাল: পল্টনে পিকেটিং


৭ জুলাই ২০১৯ ০৭:৩৭

ঢাকা: গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক দলের ডাকা আধাবেলা হরতাল সফল করতে রাস্তায় নেমেছে বামদলগুলো।

রোববার (৭ জুলাই) হরতালের সমর্থনে রাজধানীর পুরান পল্টন এলাকায় মিছিল ও পিকেটিং করেছে দলের নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা গেছে, সকাল ছয়টা থেকেই বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা হরতালের সমর্থনে রাস্তায় অবস্থান নিয়েছে। এ সময় তাদেরকে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে ও পিকেটিং করতে দেখা গেছে।

 

অপরদিকে, হরতালকে কেন্দ্র করে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি জল কামান ও রায়ট কার নিয়ে কড়া নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে।

সারাবাংলা/ওএম

পল্টন বামদলের হরতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর