Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি কেন্দ্রীয় গ্রন্থাগারের আগুন নিয়ন্ত্রণে


৭ জুলাই ২০১৯ ১২:১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে আগুন লেগেছে। তবে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন ছড়ানোর আগেই নিভিয়ে ফেলতে সক্ষম হয়। রোববার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টার পর গ্রন্থাগারের রেয়ার সেকশনে বৈদ্যুতিক তার থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।

গ্রন্থাগারের কর্মকর্তা জাফর আহমদ জানান, ইউএন এবং আমেরিকান কর্নারে আগুন লেগে ধোঁয়া ছড়িয়েছে বেশি। এই অংশে দুর্লভ সব গ্রন্থ আছে বিধায় ফায়ার সার্ভিস সতর্কতার সঙ্গে আগুন নেভানোর কাজ করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী সারাবাংলাকে বলেন, ‘পাওয়ার সাপ্লাই বোর্ডে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সূত্রপাত হয়েছিল। আগুন ছড়াতে পারেনি। বইপত্র কিংবা শিক্ষার্থীদেরও কোনো ক্ষয় ক্ষতি হয়নি।’

আগুন লাগা গ্রন্থাগারের ভেতরে অবস্থানরত শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে দ্রুত বের হয়ে আসেন। শিক্ষার্থীরা ভবিষ্যতে বড় ধরনের ক্ষয়-ক্ষতি রোধে প্রশাসনের কাছে বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

সারাবাংলা/কেকে/এনএইচ

আগুন টপ নিউজ ঢাবি গ্রন্থাগার