Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিবাসীদের ইংরেজি শিখতে বাধ্য করা হবে: বরিস


৭ জুলাই ২০১৯ ১৭:৩৭

ফাইল ছবি

যুক্তরাজ্যে আসা অভিবাসীদের বাধ্যতামূলক ইংরেজি শিখতে হবে বলে জানিয়েছেন বরিস জনসন। বরিস কনজারভেটিভ পার্টির নেতা ও সম্ভাব্য প্রধানমন্ত্রী।  শনিবার (৬ জুলাই) পার্টির নেতৃত্ব নির্বাচনের অংশ হিসেবে ডার্লিংটনে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। খবর দ্য গার্ডিয়ানের।

যদিও এই মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন বরিস। তবে তার দাবি, সত্য ও প্রয়োজনীয় বিষয়ে কথা বলে তিনি গর্বিত। বরিস আরও বলেন, ইংল্যান্ডের অনেক জায়গায়ই ইংরেজি বলা হয় না। এমনকি লন্ডনেও অনেক জায়গায় ইংরেজি বলা হয় না। এটা খুবই দুঃখজনক।

 ইউরোপ ও বিভিন্ন দেশ থেকে ব্রিটেনে আসতে থাকা অভিবাসী স্রোতকে স্বাগত জানিয়ে জনসন জনসন বলেন, তারা আমাদের সংস্কৃতির অংশ হচ্ছেন এটা খুব ভালো ব্যাপার। কিন্তু ব্রিটেনে বসবাস করতে হলে মনেপ্রাণে ব্রিটিশ হয়ে উঠতে হবে। সে প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইংরেজি শেখা।

যুক্তরাজ্যে ইংরেজি ভাষার ব্যাপারে সচেতনতা গড়ার আহ্বান জানিয়ে এর আগে আলোচনায় এসেছিলেন ইন্ডিপেন্ডেন্ট পার্টির নেতা নাইজেল ফারাজও। ২০১৪ সালে তিনি এক ঘটনা উল্লেখ করতে গিয়ে বলেন, আমি এখানে আসার পথে ট্রেনে দেখলাম যাত্রীরা কেউই ইংরেজি বলছে না!

সারাবাংলা/ একেএম/ এনএইচ

অভিবাসী ইংরেজী কনজারভেটিভ পার্টি টপ নিউজ বরিস জনসন ব্রিটিশ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর