সাবেক সচিবের বিরুদ্ধে দুদকের মামলা
৭ জুলাই ২০১৯ ২০:৪৭
ঢাকা: প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব এটিএম সারওয়ার হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৭ জুলাই) দুদকের সহকারী উপপরিচালক মুহাম্মদ জয়নুল আবেদীন বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ২।
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য এটিএম সারওয়ার হোসেনের স্ত্রী নাজমা সারওয়ার ওরফে নাজমা আক্তারের নামে ৫ কোটি ৮৪ লাখ ৫৩ হাজার ৫২২ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। যা মূলত তার স্বামীর কাছ থেকে পাওয়া। কিন্তু এই উৎসের ব্যাখ্যা দিতে পারেননি তিনি। স্ত্রীর সম্পদ অর্জনে সহযোগী হিসেবে এটিএম সারওয়ার হোসেনকেও আসামি করা হয়েছে। দুদকের অনুসন্ধানে প্রমাণ হয়েছে, ওই সম্পদ ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত।
এর আগে ২০০৮ সালের ১০ জানুয়ারি প্রায় দেড় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জেনের অভিযোগে এটিএম সারওয়ার হোসেনের বিরুদ্ধে মামলা করা হলেও হাই কোর্ট বিভাগে তা খারিজ হয়ে যায়।
সারাবাংলা/এসজে/এটি