স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: আজ (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ক্যান্সার দিবস। ‘আমরা পারি, আমি পারি’ (উই ক্যান, আই ক্যান)। এ প্রতিপাদ্য নিয়ে সারাবিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে। ক্যান্সার প্রতিরোধে সবাইকে সচেতন করাই এ বছরের ক্যান্সার দিবসের প্রতিপাদ্য বিষয়।
রোববার দিবসটি উপলক্ষে জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল, বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রাজধানীর বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করবে। যার মধ্যে রয়েছে শোভাযাত্রা, ক্যান্সার বিষয়ক পোস্টার ও ফেস্টুন প্রদর্শনী, ক্যান্সার রোগীদের অংশগ্রহণে আলোচনা সভা।
বিশ্বে মানুষের মৃত্যুর অন্যতম কারণ ক্যান্সার। তবে বাংলাদেশে ক্যান্সার আক্রান্তদের সিংহভাগই চিকিৎসা বঞ্চিত। এর ফলে দেশে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও বেশি। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (আইএআরসি) এর তথ্যানুযায়ী, বাংলাদেশে প্রতি বছর এক লাখ ২২ হাজার মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয়, মারা যায় ৯১ হাজার।
সারাবাংলা/টিএম