Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফতুল্লায় পুলিশ সোর্সের চোখ উৎপাটন


৪ ফেব্রুয়ারি ২০১৮ ১২:০৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরের শরীফবাগে পুলিশের সোর্স পারভেজের ডান চোখ উপড়ে দিয়েছেন মাদক ব্যবসায়ীরা। শনিবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টার (অপারেশন) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এলাকাবাসী জানান, মাসুদ পারভেজ ফতুল্লা মডেল থানা ও ডিবি পুলিশের সোর্স হিসেবে কাজ করেন। প্রায় ১ বছর আগে কুতুবপুরের আকন গলির মাদক বিক্রেতা রহমানের ভাই সজলকে আবগারীর সদস্যদের দিয়ে গ্রেফতার করিয়েছিল। এরপর থেকে মাদক বিক্রেতা রহমান সোর্স পারভেজের উপর ক্ষিপ্ত ছিল।

পারভেজের কাছে তথ্য ছিল, আকন গলিতে বড় ধরনের মাদকের চালান আসছে। সংবাদটি জেলা ডিবি পুলিশের এসআই রবি চৌহানকে দিয়েছিল পারভেজ। তথ্যানুযায়ী শুক্রবার সকাল থেকে পারভেজ আকন গলিতে অবস্থান করছিল। রাত প্রায় ৮ টার দিকে আকন গলিতে মাদক বিক্রেতা রহমান, এনামুল, আকবর, লিখন সহ ৭/৮ জন পারভেজকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা পারভেজকে মারধর করে।

এক পর্যায়ে মাদক বিক্রেতা রহমান তাকে মাটিতে ফেলে দেয়। এ সময় রহমান তার ডান হাত দিয়ে পারভেজের দুই চোখে আঙ্গুল ঢুকিয়ে দেয়। এ সময় পারভেজের ডান চোখ আঙ্গুল দিয়ে তুলে ফেলে রহমান। মারাত্মক আহত পারভেজ ঘটনাস্থল থেকে দৌড়ে শরীফ বাগ পঞ্চায়েত কমিটির সামনে এসে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনার পর পলাতক রহমান ও তার সহযোগীরা।

পারভেজ মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানার আবুল হোসেন মল্লিকের ছেলে। সে কুতুবপুরের মোহাম্মদ বাগের আসাদ মিয়ার বাড়িতে ভাড়া থাকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর