হালদা দূষণে বিদ্যুৎকেন্দ্র, প্রমাণ পেল পরিবেশ অধিদফতর
৮ জুলাই ২০১৯ ২২:০১
চট্টগ্রাম ব্যুরো: ভারি বৃষ্টির মধ্যে চট্টগ্রামের হাটহাজারীর ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট থেকে তরল বর্জ্য ফেলে হালদা নদীসহ পরিবেশ দূষণের প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদফতর। ওই বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপককে আগামী ১৭ জুলাই পরিবেশ অধিদফতরে শুনানিতে হাজিরের জন্য নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার (৮ জুলাই) সকালে হাটহাজারীর এগারো মাইল এলাকায় বিদ্যুৎকেন্দ্র থেকে তরল বর্জ্য ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন ঘটনাস্থলে যান।
ইউএনও রুহুল আমিন সারাবাংলাকে বলেন, ‘বিদ্যুৎকেন্দ্র থেকে নির্গত তরল বর্জ্য পাহাড়ি ছড়া হয়ে হালদা নদীতে গিয়ে পড়তে দেখা যায়। হালদা নদী দেশের কার্প জাতীয় মাছের একমাত্র প্রজননক্ষেত্র। এই বর্জ্য পানির সঙ্গে মিশে হালদায় মা মাছের বিচরণ ও প্রজননকে হুমকির মুখে ফেলছে। পরিবেশ অধিদফতরে এই বিষয়ে লিখিত প্রতিবেদনও পাঠিয়েছি।’
পরিবেশ অধিদফতরের পরিচালক (জেলা) আজাদুর রহমান মল্লিক সারাবাংলাকে বলেন, ‘আমরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সরাসরি তরল বর্জ্য ফেলার প্রমাণ পেয়েছি। বিদ্যুৎকেন্দ্রেও গিয়েছিলাম। তাদের কোনো তরল বর্জ্য পরিশোধনাগার নেই। উন্মুক্ত পরিবেশে তরল বর্জ্য ফেলে পরিবেশের ক্ষতিসাধন করায় ১৭ জুলাই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য শুনানি অনুষ্ঠিত হবে। সেই শুনানিতে তাদের হাজির থাকতে বলা হয়েছে।’
সারাবাংলা/আরডি/এমআই