‘বিনা পয়সায় চাকরি পেয়েছি, দুর্নীতিকে প্রশ্রয় দেবো না’
৯ জুলাই ২০১৯ ০৬:৫৬
ময়মনসিংহ: ‘বাবা রিকশা চালিয়ে আমাকে খাইয়েছেন, পড়ালেখা করিয়েছেন। সরকার বিনা পয়সায় আমাকে চাকরি দিয়েছে। আমি সততার সঙ্গেই আমার পেশাগত দায়িত্ব পালন করবো। অনিয়ম-দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দেবো না’ সরকারি চাকরি পাওয়ার পর এভাবেই নিজের অভিব্যক্তি ব্যাক্ত করেন ফারজানা আক্তার সুমি।
সোমবার (০৮ জুলাই) রাত ৯ টায় ময়মনসিংহ পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ফলাফল ঘোষণার করা হয়।
চাকরি পাওয়ার সুখবর পেয়ে ময়মনসিংহ পুলিশ লাইন্সের ডায়াসের সামনে দাঁড়িয়ে কথা বলতে গিয়ে আনন্দে কেঁদে ফেলেন ফারজানা আক্তার সুমির বাবা রিকশা চালক ওমর ফারুক (৪৫)। তিনি সারাবাংলাকে বলেন,‘আমাদের মতো গরিব সন্তানের সরকারি চাকরি হবে এটা বিশ্বাসই হচ্ছিল না। আমার মেয়েটার ঘুষ ছাড়াই চাকরি হয়েছে। গর্বে বুকটা ভরে যাচ্ছে। আজ আমার খুশির দিন।’ এতোদিন জানতাম সরকারি চাকরি মানেই কাড়ি কাড়ি টাকা নয়তো মামা-চাচার জোর। আর পুলিশে চাকরির জন্য তো ৭ থেকে ৮ লাখ টাকা দেওয়ার সামর্থ্য না থাকলে কথাই নেই। আজ সবকিছু ভুল প্রমাণ হলো।
অন্যদিকে শৈশবেই বাবাকে হারিয়েছেন তারাকান্দা উপজেলার বকশীমুল এলাকার কাজল মিয়া। তিনি সারাবাংলাকে বলেণ, অর্থের অভাবে লেখাপড়া করাটা ছিল তার জন্য অসম্ভব। মা খুব কষ্ট করে তাকে পড়ালেখা করিয়েছেন। এ চাকরিটা আমার খুব দরকার ছিল। অন্তত আমার মায়ের মুখে হাসি ফুটানোর জন্য। সংসারে স্বচ্ছলতার জন্য। আমার সামর্থ্য ছিল না টাকা দিয়ে চাকরি পাওয়ার। কিন্তু ঘুষ ছাড়াই এবারের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আমাদের মতো দরিদ্র পরিবারের সন্তানের পুলিশে চাকরি হয়েছে’ বলতে বলতেই চোখ মুছেন সৌভাগ্যবান কাজল।
এদিকে ময়মনসিংহ পুলিশ লাইন্সে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন। নিজেদের মেধা ও যোগ্যতায় ২৫৭ জন প্রার্থী মাত্র ১০০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন।
জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেনেএক সংবাদ সম্মেলন করে জানান, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৬ হাজার ২৮০ জন পরীক্ষার্থী শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে এ পরীক্ষায় উত্তীর্ণ হয় ২ হাজার ৩৬৮ জন লিখিত পরীক্ষায় অংশ নেয়। পরে লিখিত পরীক্ষায় পাস করে ৪৫২ জন। এর মধ্যে থেকে ২৫৭ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়।
তিনি আরও জানান, বাংলাদেশের ইতিহাসে এ পুলিশ কনস্টেবল নিয়োগ নজিরবিহীন ঘটনা। প্রধামন্ত্রীর নির্দেশে আইজিপি মহোদয় শতভাগ স্বচ্ছতার সঙ্গে এ নিয়োগ সম্পন্ন করার জন্য কঠোরভাবে আমাদের নির্দেশনা দিয়েছিলেন। আমরা সততা ও নিষ্ঠার সঙ্গেই এ দায়িত্ব পালন করেছি।
এসএইচ/এসজে/জেএইচ