Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে গণধর্ষণ মামলার আসামির ‘বন্দুকযুদ্ধে’ মৃত্যু


৯ জুলাই ২০১৯ ০৯:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গণধর্ষণ মামলার অন্যতম আসামি সাইফুলের (৪০) মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হাতিবের এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশি পাইপগান ও তিনটি ছুরি উদ্ধার করে।

মঙ্গলবার (৯ জুলাই) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গণধর্ষণ মামলার আসামি সাইফুলের অবস্থানের খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাতিবের এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি সাইফুল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে গুলিবিদ্ধ অবস্থায় সাইফুলকে আটক করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ওসি জানান, নিহত সাইফুলের বিরুদ্ধে ধর্ষণ-ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, গত ১৬ জুন উপজেলার কৈয়াদি গ্রামে পরীক্ষা দিতে স্কুলে যাওয়ার সময় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে একটি জঙ্গলে নিয়ে গণধর্ষণ করে সাইফুল ও তার সহযোগী রমজান।

পরে এ ঘটনায় গত ৩০ জুন ভালুকা মডেল থানায় ওই কিশোরী নিজেই বাদি হয়ে তাদের আসামি করে মামলা দায়ের করেন। অভিযুক্ত অপর আসামি রমজানকে ধরতেও পুলিশের অভিযান চলছে।

সারাবাংলা/এসএমএন

টপ নিউজ ধর্ষণ মামলার আসামির মৃত্যু বন্দুকযুদ্ধে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর