Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি পৌঁছেছেন ১৭ হাজার ৯৬৪ জন হজযাত্রী


৯ জুলাই ২০১৯ ১১:১৩

গত ৪ জুলাই থেকে সৌদি আরব যাওয়া শুরু করেছেন হজযাত্রীরা। এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ১৭ হাজার ৯৬৪ জন হজযাত্রী। ভিন্ন আবহাওয়ার কারণে অনেকেই শারীরিক সমস্যায় পড়লেও তাদের সেবায় রয়েছে বাংলাদেশ হজ মেডিকেল সেন্টার।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকেই হজযাত্রীদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য ১১৮ জনের বাংলাদেশ মেডিকেল টিম গঠন করা হয়েছে। টিমের অর্ধেক জনবল এরইমধ্যে সৌদি আরব পৌঁছেছে। বাংলাদেশ হজ মিশনের হজ কাউন্সিলার মাকসুদুর রহমান জানান, মক্কা মদিনা ও জেদ্দায় হজযাত্রীদের সেবায় গত বছরের চেয়ে এ বছর আরো বেশি হজ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

হজযাত্রীদের মধ্যে মক্কায় আব্দুর রহমান নামের এক বাংলাদেশী মৃত্যুর খবর জানা গেছে। মৃত আব্দুর রহমানের দেশের বাড়ি পল্লবী ঢাকা.পাসপোর্ট নং BK 0577564 . তিনি মিরপুর ট্র্যাভেলসের মাধ্যমে হজ পালন করতে এসছিলেন ।

বাংলাদেশ হজ মেডিক্যাল সেন্টারের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনই চিকিৎসা নিতে আসা হজযাত্রীদের সংখ্যা বাড়ছে। প্রতিদিন কমপক্ষে ৪শ বাংলাদেশি হজযাত্রী বাংলাদেশ হজ মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিচ্ছেন। প্রতি শিফটে ১০ জন করে চিকিৎসক তিন শিফটে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সরবরাহ করছেন। নারীদের জন্য রয়েছেন নারী চিকিৎসক। চিকিৎসকরা জানিয়েছেন, অনেক যাত্রী প্রতিনিয়ত ঠাণ্ডা পানি খেয়ে গলা ব্যথায় আক্রান্ত হয়েছেন। তাদের স্বাভাবিক পানি পান করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, সৌদি আরবের বিমান বন্দর থেকে নেমে হজযাত্রীরা মক্কা বা মদিনায় বাসে আসার পর কোনও কোনও হাজীর লাগেজ হারিয়ে যায়। এসব লাগেজ পরে বাংলাদেশ হজ মিশন অফিসে পৌঁছে দেন সংশ্লিষ্টরা । সেখান থেকে নিজেদের লাগেজ বুঝে নেন হাজীরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএএম

সৌদি আরব হজযাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর