Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশু অপহরণের গুজব: চট্টগ্রামে মাদরাসা শিক্ষক আটক


৯ জুলাই ২০১৯ ২৩:১৩

চট্টগ্রাম ব্যুরো: পদ্মাসেতু নির্মাণের জন্য শিশু অপহরণের গুজব ছড়ানোর অভিযোগে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুলাই) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার সুয়াবিল গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক আবু তৈয়ব মুহাম্মদ মুজিবুল হক সুয়াবিল গ্রামে নিজের প্রতিষ্ঠিত একটি আলীয়া মাদ্রাসার শিক্ষক বলে জানিয়েছেন ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবদুল্লাহ।

ওসি শেখ আবদুল্লাহ সারাবাংলাকে বলেন, ‘আবু তৈয়বকে ফেসবুকের একটি গ্রুপে এই সংক্রান্ত গুজব ছড়ানোর প্রমাণ পাবার পর আমরা আটক করেছি। তার মোবাইলেও এ সংক্রান্ত বিভিন্ন স্ক্রিনশট পেয়েছি। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।’

জিজ্ঞাসাবাদ শেষে আবু তৈয়বের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হবে বলেও জানিয়েছেন ওসি।

সারাবাংলা/আরডি/এমআই

অপহরণ আটক মাদরাসা শিক্ষক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর