Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা-ছেলেসহ তিনজনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু


১০ জুলাই ২০১৯ ১৩:৩৬ | আপডেট: ১০ জুলাই ২০১৯ ১৬:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বারে মা-ছেলেসহ তিনজনকে কুপিয়ে হত্যা করেছেন মোখলেছুর রহমান নামে এক ব্যক্তি। পরে গণপিটুনিতে ঘাতককেও হত্যা করে স্থানীয়রা। বুধবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার রাধানগরে এ ঘটনা ঘটে। হত্যাকারী পেশায় একজন রিকশাচালক।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

পুলিশ সুপার সাখাওয়াত হোসেন বলেন, ‘মোখলেছুরের আঘাতে এখন পর্যন্ত তিনজন মারা গেছেন। ঘাতক মোখলেছুর গণপিটুনিতে মারা গেছে। এ ঘটনায় আহত আছে পাঁচ থেকে ছয়জন।

তিনি বলেন, রাধানগর গ্রামের রিকশা চালক মোখলেছুর রহমান ঘরে ঢুকে একই গ্রামের শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম, তার ছেলে হানিফ ও একই বাড়ির নুরুল ইসলামের স্ত্রী নাজমা বেগমকে কুপিয়ে হত্যা করে।

বিজ্ঞাপন

এসপি জানান,  মোখলেছুরকে নিয়ে স্থানীয়রা ভিন্ন ভিন্ন মন্তব্য করছেন। ঘাতক মাদকাসক্ত অথবা মানসিক ভারসাম্যহীন কি না এসব বিষয় নিয়ে তদন্ত করা হবে। তদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত মিডিয়ার সামনে আনা হবে।

সারাবাংলা/এনএইচ

কুপিয়ে হত্যা কুমিল্লা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর