Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে শিশু ধর্ষণচেষ্টায় বৃদ্ধ কারাগারে


১০ জুলাই ২০১৯ ১৬:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোর: নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে সাত্তার ভূঁইয়া (৫১) নামে এক ব্যক্তিকে কারাগারে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১০ জুলাই) সকালে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন সারাবাংলাকে এই তথ্য জানিয়েছেন। এর আগে মঙ্গলবার রাতে পুলিশ তাকে আটক করে।

সাত্তার ভূঁইয়ার বাড়ি সদর উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে। তার বাবার নাম মৃত আনোয়ার ভূঁইয়া।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশের পুকুরে গোসল করার কথা বলে মঙ্গলবার দুপুর ১টার দিকে সাত্তার ভূঁইয়া প্রতিবেশী শিশুটি নিয়ে যান। এরপর ভুট্টার ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে তার দাদি উপস্থিত হলে সাত্তার ভূঁইয়াা পালিয়ে যান।

বিজ্ঞাপন

কাজী জালাল উদ্দিন আরও বলেন, ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এদিন আদালতে তোলা হলে বিচারিক আদালত তাকে কারাগারে নেওয়ার আদেশ দেন।

সারাবাংলা/এমএইচ/এটি

নাটোর শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর