Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরূপ আবহাওয়ায় শাহ আমানতে নামতে পারেনি ৩ ফ্লাইট


১০ জুলাই ২০১৯ ১৭:২৯

চট্টগ্রাম ব্যুরো: বিরূপ আবহাওয়ার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় সংকট সৃষ্টি হয়েছে। বুধবার (১০ জুলাই) দুপুরে তিনটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। এর মধ্যে দুটি আন্তর্জাতিক এবং একটি অভ্যন্তরীণ রুটের।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার ই আলম সারাবাংলাকে জানান, কলকাতা থেকে আসা বাংলাদেশ বিমান ও রিজেন্ট এয়ারের দুটি ফ্লাইট দুপুরে বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। পরে সেগুলো ঢাকায় অবতরণ করে। দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে ফ্লাইট দুটি শাহ আমানত বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

বিজ্ঞাপন

এছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটের বাংলাদেশ বিমানের ফ্লাইটও দুপুরে চট্টগ্রামে অবতরণ করতে না পেরে কক্সবাজারে সেটি অবতরণ করে। ফ্লাইটটি দুপুর ২টা ৫ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

বুধবার (১০ জুলাই) দুপুর থেকে চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকায় ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে, যা বিকেলেও অব্যাহত আছে। এদিন বেলা ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নগরীর পতেঙ্গা আবহাওয়া অফিসে ৪৮ দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

গত সাতদিন ধরে বৃষ্টিপাতের কারণে শাহ আমানত বিমানবন্দর থেকে ফ্লাইট উড্ডয়নে বিলম্বের ঘটনাও ঘটছে।

সারাবাংলা/আরডি/পিটিএম

অবতরণ ফ্লাইট শাহ আমানত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর