ঢাকা: রাজধানী থেকে অবৈধ রিকশা উচ্ছেদ অভিযান শুরু হলে প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে রিকশা-ভ্যান শ্রমিক লীগ। এজন্য রিকশা মালিক-শ্রমিক প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন করারও পরামর্শ দিয়েছে আওয়ামী লীগের এই সহযোগী সংগঠন।
বুধবার (১০ জুলাই) রিকশা-ভ্যান শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তোলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইনসুর আলী।
ইনসুর আলী বলেন, ‘ঢাকায় অবৈধ রিকশার সংখ্যা অনেক বেশি। এসব রিকশা উচ্ছেদে প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। বিটিভিসহ বিভিন্ন টেলিভিশনে অবৈধ রিকশা চলাচল বন্ধে বিজ্ঞাপন প্রচার করতে হবে। প্রশাসন যদি আমাদের সহযোগিতা চায় তাহলে অবৈধ রিকশা বন্ধে আমরা সহযোগিতা করবো। এজন্য রিকশা মালিক-শ্রমিক প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন করা প্রয়োজন।’
এই রিকশা শ্রমিক লীগ নেতা আরও বলেন, ‘গত দশ বছরে ব্যাটারিচালিত প্রায় লক্ষাধিক রিকশা ঢাকায় বিভিন্ন মহল্লায় ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এসব রিকশার নামে টোকেন আদায় করে মাসে প্রায় ১০ কোটি টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে। এসব বিষয়ে সংশ্লিষ্টদের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। কিন্তু বৈধ লাইসেন্সধারী ৮৮ হাজার পায়ে চালিত রিকশা চালকের অভাবে বিভিন্ন গ্যারেজে অকেজোভাবে পড়ে রয়েছে।’
সারাদেশের সড়ক-মহাসড়কে স্লো-লেন তৈরি করা হবে উল্লেখ করে ইনসুর বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ যে তিনি সারা দেশে রিকশার জন্য আলাদা লেন নির্মাণের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা আমাদের আনন্দিত করেছে। এজন্য আগামীকাল প্রেসক্লাবের সামনে আমাদের পূর্ব ঘোষিত সমাবেশ স্থগিত করা হলো। এর বদলে আমাদের দুজন প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্বারকলিপি দেবেন।’
এসময় রিকশা-ভ্যান শ্রমিক লীগ নেতা ইনসুর আলী ৭২ ঘণ্টা দেশ অবরোধের ঘোষণা দেওয়ায় দুলাল হাজী, মমতাজ উদ্দীন মজুমদার ও ভাগ্নে বাবুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এদিকে রাজধানীর প্রধান তিনটি সড়কে রিকশা চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে টানা দুদিন আন্দোলনের পর ফের রিকশা চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সকাল আটটা থেকে রিকশা চলাচলে নিষিদ্ধ গাবতলী-আসাদগেইট, সাইন্সল্যাব-আজিমপুর এবং প্রগতি সরণির কুড়িল-রামপুরা-মালিবাগ-সায়দাবাদ সড়কগুলোতে রিকশা চলাচল করতে দেখা গেছে। তবে অন্যান্য দিনের তুলনায় রিকশার সংখ্যা কিছুটা কম।
সারাবাংলা/টিএস/এমআই