Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার একা সব করতে পারে না, করা উচিতও না: জয়


১০ জুলাই ২০১৯ ১৯:৪৭

ফাইল ছবি

ঢাকা: বিদেশি প্রতিষ্ঠানের বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদ্যমান নীতি ও আইনের পরিবর্তন দরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, সরকার একা সব কিছু করতে পারে না। সরকারের সব কিছু করা উচিতও না। বিদেশি বিনিয়োগকারীদের প্রতিযোগী হিসেবে না দেখে তাদের সঙ্গে পার্টনারশিপ করে এগিয়ে যেতে পারলে আমরা অর্থনীতিকে আরও দ্রুত এগিয়ে যেতে পারব।

বিজ্ঞাপন

বুধবার (১০ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ: সমৃদ্ধির অগ্রযাত্রায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ শীর্ষক এক কর্মশালায় প্রধান আলোচক হিসাবে তিনি এসব কথা বলেন।

সরকারি সেবা ডিজিটালাইজড করায় দুর্নীতির সুযোগ কমে আসছে: জয়

একাদশ জাতীয় সংসদের সদস্যদের ডিজিটাল প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় জাতীয় সংসদ সচিবালয়ের আইসিটি অবকঠামো, মানবসম্পদ এবং প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘এখন যেটা আমরা ফেস করছি, স্পেশালি আমাদের ডিজিটাল সেক্টর এবং টেলিকম সেক্টরে। বাইরের কিন্তু অনেক কোম্পানি আসতে চায়। বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। তবে আমাদের অনেকের মধ্যে ধারণা রয়েছে যে, বিদেশি কোম্পানি এসে খালি প্রফিট নিয়ে চলে যায়। একটু ভেবে দেখেন, আজকে যদি বিদেশি কোম্পানি বাংলাদেশ না আসত, আজকে কিন্তু থ্রিজি প্রযুক্তিতে আসতে পারতাম না। তারা শুধু দেশে এসে প্রফিট নিয়ে চলে যায় না। তারা কর্মসংস্থান সৃষ্টি করে। এতে দেশের কত মানুষের লাভ হয়। তারা ট্যাক্স দেয়। আজকের যুগ হয়ে গেছে গ্লোবাইলেজনের যুগ। আমরা কিন্তু নিজেদেরকে আলাদা করে আর ভাবতে পারি না। আমাদের অর্থনীতিকে আরও দ্রুত এগিয়ে নিতে হলে নিজেদের মাইন্ড সেট একটু চেঞ্জ করতে হবে, পরিবর্তন আনতে হবে বলে দাবি করেন জয়।’

তিনি আরও বলেন, ‘সিঙ্গাপুর-মালয়েশিয়ার যেকোন কোম্পানি এসে ব্যবসা করতে পারে তাদের অর্থনীতির জন্য। আমাদেরকে কিন্তু সেদিকে যেতে হবে। একা সরকার কিন্তু সব করতে পারে না। সরকারের সব কিছু করা উচিতও না। কারণ সরকার যদি সব কিছু করতে যায়, আরেকটা বিষয়টা দাঁড়ায়, সেটা আপনারা ভাল করে জানেন, সেটাকে বলা হয় সিস্টেম লস।’

বিজ্ঞাপন

‘তবে প্রাইভেট সেক্টরে কিন্তু তাদের লাভ লোকসান আরও বেশি দেখতে হয়। সেখানে কিন্তু সিস্টেম লস কম। আমাদেরকে প্রাইভেট সেক্টরকে, ফরেইন ইনভেস্টরদেরকে, ফরেইন কোম্পানিদেরকে কম্পিটিটর হিসেবে না দেখে, পার্টনারশিপে এগিয়ে যেতে হবে। এজন্য আমাদের পলিসি, নীতিমালা, আইনের পরিবতর্ন প্রয়োজন। এগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা আরও দ্রুত এগিয়ে যেতে পারব।’

তিনি আরও বলেন, ‘তরুণ প্রজন্ম এবং সিনিয়রদের মধ্যে একটা মাইন্ডসেটের ভাগ থাকে। যেটাকে জেনারেশন গ্যাপ বলা হয়। এটা বাস্তবতা, প্রত্যেক জেনারেশনে থাকবে। আমি অনুরোধ করব, মডার্ন পদ্ধতিতে নিজেদের এই সব নিজেদের আইডেনটিটি, চিন্তাধারা ভয় এগুলো ছেড়ে আরও যে সব দেশ দ্রুত এগিয়ে গেছে, (সিঙ্গাপুর-মালয়েশিয়া) তাদের কাছ থেকে একটু উদাহরণ নিয়ে আমরা নিজেদের নিয়ম-আইন নীতিমালা একটু দ্রুত পরিবর্তন করি। যাতে আরও বেশি, আরও দ্রুত এগিয়ে যেতে পারি।’

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিশেষ অতিথি ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

সারাবাংলা/এনআর/এমআই

টপ নিউজ বিদেশি প্রতিষ্ঠান সবিজ ওয়াজেদ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর