Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে তিন ‘অস্ত্র বিক্রেতা’ গ্রেফতার, পিস্তল-গুলি জব্দ


১০ জুলাই ২০১৯ ২০:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৫০ রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা তিনজন অস্ত্র বিক্রেতা।

বুধবার (১০ জুলাই) বিকেলে নগরীর পাঁচলাইশ থানার বন গবেষণাগার উচ্চ বিদ্যালয়ের পেছন থেকে তাদের আটক করা হয়। এরা হলেন, আব্দুল মান্নান (২৮), দেলোয়ার হোসেন (২০) ও জাহাঙ্গীর আলম (২৪)।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানিয়েছেন, তাদের কাছ থেকে একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ বোরের পিস্তল ও ৫০ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে এবং তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘তিনজনই পেশাদার অস্ত্র বিক্রেতা। তারা অস্ত্র ও গুলি কেনাবেচার জন্য জড়ো হয়েছিল। তিনজনের মধ্যে আব্দুল মান্নানের কাছে অস্ত্র এবং দেলোয়ারের কাছে ২০ রাউন্ড ও জাহাঙ্গীরের কাছে ৩০ রাউন্ড গুলি পাওয়া গেছে।’

সারাবাংলা/আরডি/এটি

অস্ত্র ও গুলি জব্দ অস্ত্র বিক্রেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর