একটি জীবন বাঁচাতে মানবিক আবেদন
১০ জুলাই ২০১৯ ২৩:৩০
ঢাকা: চট্টগ্রামের কাপ্তাইয়েবাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অটোমোবাইল ডিপার্টমেন্টের ৩য় বর্ষের ছাত্র মাঈনুল আবেদীন ফাহিম ব্লাড ক্যান্সারে আক্রান্ত।
ফাহিম ২০১৬ সালে অসুস্থ হয়ে চট্রগ্রাম মেডিকেল এ ভর্তি হলে তার লিউকোমিয়া ধরা পড়ে। ওই সময় তাকে চার ধাপে কেমোথেরাপি শেষে দুই বছরের ওষুধ দেয়। ওই চিকিৎসায় সুস্থ হয়ে ফাহিম আবার পড়াশোনা শুরু করেন।
কিন্তু ২০১৮ সালের অক্টোবরে এসে ফাহিম আবার অসুস্থ হয়ে পড়েন। ভারতের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানায় তার বোন মেরু ট্রান্সপ্লান্ট (Allogeneic SCT) করতে হবে। এ জন্য প্রায় ৫০ লাখ টাকা প্রয়োজন।
বর্তমানে ফাহিম ভারতের ভেলোরের সিএমসিতে চিকিৎসা নিচ্ছেন। আমরা আন্তরিক হলেই অবশ্যই একজন ফাহিম বেঁচে যায়, বেঁচে যাবে একটি পরিবার, বেঁচে যাবে ফাহিমের স্বপ্ন।
ফাহিমের চিকিৎসায় সহায়তার জন্য পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে মানবিক সাহায্যের আবেদন জানানো হয়েছে। (প্রেস রিলিজ)
সাহায্য পাঠানো যাবে
A/C Name: Minhajul Abedin
A/C No : 145101129207
Dutch Bangla Bank Cox’s Bazar Branch.
Bkash/Roket (Personal): 01840147304
Bkash (personal): 01778420223