Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর পশ্চিমাংশে ১২ ঘণ্টা গ্যাস থাকবে না


১১ জুলাই ২০১৯ ০৭:৪৫

ঢাকা : তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৮টা থেকে পরদিন শুক্রবার (১২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ঢাকার পশ্চিমাংশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ফলে ঢাকা শহরের পশ্চিমাংশসহ কামরাঙ্গীরচর ও এর আশপাশের এলাকা, হেমায়েতপুর ও সাভার এলাকায় গ্যাস থাকবে না। গণমাধ্যমে পাঠানো তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, রক্ষণাবেক্ষনের  সময় ঢাকা শহরের পশ্চিমাংশ শ্যামলী,গাবতলী, ধানমন্ডি, ঝিগাতলা, লালবাগ, মিরপুর, মোহাম্মদপুর, হাজারীবাগ, কামরাঙ্গীরচর ও আশপাশের এলাকা এবং হেমায়েতপুর, সাভার এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত  বা চাপজনিত সমস্যা থাকবে।

তিতাসের পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান জানান, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) আমিনবাজার সিটি গেট স্টেশনে (সিজিএস) জরুরি মেরামতের সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এজন্য ঢাকার পশ্চিমাংশে গ্যাসের সরবরাহ কমে যাবে।

সারাবাংলা/এইচএ/আরএসও

গ্যাস

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর