বান্দরবানে ভারি বর্ষণ অব্যাহত, নিম্নাঞ্চল প্লাবিত
১১ জুলাই ২০১৯ ১২:২৮
বান্দরবান: বান্দরবানে টানা সাতদিন ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অবিরাম বর্ষণ অব্যাহত থাকায় সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি ক্রমশ বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, এই দুই নদীর পানি বিভিন্ন ঝিরি ছড়া দিয়ে শহরে প্রবেশের ফলে বান্দরবানের আর্মিপাড়া, ইসলামপুর, অফিসার্স ক্লাব, বনানী সমীল এলাকা, শেরেবাংলা নগর, সাঙ্গু নদীর তীরবর্তী এলাকাসহ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার বাসিন্দারা বিভিন্ন বিদ্যালয়ে নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছেন।
এছাড়াও বান্দরবান-কেরানীহাট সড়কের বাজালিয়ার বড় দুয়ারা-কলঘর এলাকার রাস্তা বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় গত তিনদিন থেকে বান্দরবানের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
পাশাপাশি টানা ভারি বর্ষণের ফলে সদরসহ বিভিন্ন উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকায় পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে শহরে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং অব্যাহত রয়েছে।
সারাবাংলা/ওএম