ময়মনসিংহে স্থগিত ৫ ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলছে
১১ জুলাই ২০১৯ ১৩:১৮
ময়মনসিংহ: সীমানা জটিলতার কারণে স্থগিত থাকা ময়মনসিংহ সদর উপজেলার ৫ ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলছে। মোট ৬ ইউনিয়নে ভোট হওয়ার কথা থাকলেও সকালে ব্যালট পেপারে ছাপার জটিলতা দেখা দেওয়ায় সিরতা ইউনিয়নের ভোট গ্রহণ স্থগিত করে কমিশন।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, কোনো বিরতি ছাড়াই চলবে বিকেল ৫টা পর্যন্ত।
ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর, ভাবখালী, দাপুনিয়া, চর নিলক্ষীয়া, চর ঈশ্বরদিয়া ও সিরতা ইউনিয়ন পরিষদ সিটি করপোরেশনের সীমানা জটিলতার কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচনের বাইরে ছিল। গত ৫ মে সিটি নির্বাচনের পর এই সমস্যা সমাধান করা হয়।
এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীসহ ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছয় ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৩২ হাজার ৫০২ জন, যার মধ্যে পুরুষ ৬৬ হাজার ৮৫০ ও নারী ৬৫ হাজার ৬৫২ জন। মোট ৬৭টি ভোট কেন্দ্রের ৩৫৪টি বুথে ভোট গ্রহণ করা হচ্ছে।
সব কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের খবর পাওয়া গেছে। র্যাব, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে।
সারাবাংলা/এসএমএন