Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীর ডেঙ্গু, ৫০ লাখ টাকা চেয়ে মেয়রকে আইনজীবীর নোটিশ


১১ জুলাই ২০১৯ ১৩:১২

ঢাকা: ডেঙ্গুতে আক্রান্তের ঘটনায় ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে  আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের এক  আইনজীবী।

বৃহস্পতিবার (১১ জুলাই) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়, গত ২৯ জুন আমার স্ত্রী (নোটিশদাতার স্ত্রী) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর ৫ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি কিছুটা সুস্থ হন। যেহেতু এডিস মশা নিধনে দক্ষিন সিটি করপোরেশন পুরোপুরি ব্যর্থ, তাই এর দায়ভার তাদের নিতে হবে। এ কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে এই আইনি নোটিশ পাঠানো হলো।

আরও পড়ুন: ডেঙ্গু জ্বর নিয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন শতাধিক রোগী

ক্ষতিপূরণের পাশাপাশি আগামী ৩ দিনের মধ্যে খিলগাঁও ১ নম্বর ওয়ার্ডে মশক নিধনে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলেও জানিয়েছেন ওই আইনজীবী।

এসব দাবি না মানলে টর্ট আইন অনুযায়ী যথাযথ ক্ষতিপূরণ আদায়ে বিবাদীদের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলেও নোটিশে উল্লেখ করেছেন ওই আইনজীবী।

সারাবাংলা/এজেডকে/জেএএম/জেডএফ 

ক্ষতিপূরণ ডেঙ্গু মশা সুপ্রিমকোর্ট হাইকোর্ট

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর