Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান


১১ জুলাই ২০১৯ ২১:২১

ঢাবি: ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে ‘সচেতন নাগরিক সমাজ’। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে টিএসসিতে ‘ধর্ষকের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ এর দাবিতে এক মানববন্ধনে এই আহ্বান জানানো হয়। ‘সচেতন নাগরিক সমাজে’র ব্যানারে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ‘ধর্ষকের শুধুমাত্র মৃত্যুদণ্ড দিলেই হবে না। যে যে জায়গায় পারেন ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। সামাজিক আন্দোলনের মাধ্যমে ছড়িয়ে দিতে হবে ধর্ষকদের শাস্তি হবে মৃত্যুদণ্ড।’

বিজ্ঞাপন

মানববন্ধনে সাবেক ছাত্রলীগ নেত্রী আফরিন নুসরাত বলেন, ‘আমি একজন মা হিসেবে বলছি যেভাবে আমরা বাচ্চাদের বড় করছি এটা কষ্টের। এর বিরুদ্ধে সামাজিকভাবে কঠোর আন্দোলন করা দরকার। প্রত্যেকটা স্কুলে সভা-সেমিনার করা দরকার। ধর্ষককে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে সব অপরাধীর কাছে খবর চলে যাবে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। আমরা আইনটা চাই।’

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সারাবাংলা/কেকে/এমও

ধর্ষণ সামাজিক আন্দোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর