Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপালী ব্যাংকের রুয়েট শাখায় ডাকাতির চেষ্টা


১২ জুলাই ২০১৯ ১১:৫৭ | আপডেট: ১২ জুলাই ২০১৯ ১১:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) রূপালী ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। ব্যাংকের ভল্ট ভাঙ্গার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে পরে পালিয়ে যায় তারা।

বৃহস্পতিবার (১১ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন ব্যাংকের নিরাপত্তারক্ষী লিটন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দুর্বৃত্তরা ব্যাংকের ফটকের তালা ভাঙ্গে এবং নিরাপত্তারক্ষীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ব্যাংকের ভল্ট ভাঙ্গার চেষ্টা চালায়। কিন্তু ব্যর্থ হয়ে একপর্যায়ে তারা পালিয়ে যায়।

বিজ্ঞাপন

আহত অবস্থায় নিরাপত্তাকর্মী লিটন ব্যাংকের ম্যানেজারকে ফোন দেন। ম্যানেজারকে বিষয়টি জানানোর পর নিরাপত্তারক্ষী লিটনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ব্যাংকে ডাকাতির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা ভেতরে ঢুকেছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি শাহাদাত।

সারাবাংলা/জেএএম

টপ নিউজ রুয়েট রূপালী ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর