Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবিরাম বর্ষণে গাইবান্ধায় নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশংকা


১২ জুলাই ২০১৯ ১৩:৪৯

গাইবান্ধা: অবিরাম বর্ষণ ও  পাহাড়ি ঢলের কারণে গাইবান্ধার প্রায় সবগুলো নদ-নদীর পানি বাড়ছে।

গত ২৪ ঘন্টার ব্যবধানে ব্রহ্মপুত্র নদের পানি ২৮ সেন্টিমিটার, তিস্তা নদীর পানি ১৮ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি ১৭ সেন্টিমিটার এবং করতোয়া নদীর পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গনও শুরু হয়েছে।

এভাবে নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী ১৬ জুলাই এর পর থেকে মাঝারি ধরনের বন্যা হওয়ার পূর্বাভাস দিয়েছে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড।

এদিকে, বন্যা আশংকার আগাম প্রস্তুতি হিসেবে গাইবান্ধা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারসহ নিজনিজ বিভাগ ও অধিদপ্তরের প্রধানদের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া চলমান বাঁধ মেরামতের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা সহ ঝুঁকিপূর্ণ বাঁধগুলো মেরামতের নির্দেশও দেয়া হয়েছে।

সারাবাংলা/ওএম

গাইবান্ধা টানা বর্ষণ নদীর পানি বৃদ্ধি বন্যার আশংকা

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর