Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের কাছে হেরে শিরোপা খােয়াল বাংলাদেশ


১৩ জুলাই ২০১৯ ০১:৪৮ | আপডেট: ১৩ জুলাই ২০১৯ ১৪:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্টার পার্লামেন্টারি বিশ্বকাপের ফাইনালে এসে পা হড়কালো গ্রুপ পর্বে দুর্দান্ত খেলা বাংলাদেশ। শিরোপা লড়াইয়ের ম্যাচে পাকিস্তানের কাছে ৯ উইকেটের ব্যবধানে হেরে গেছে দুর্জয়, পলকরা।

শুক্রবার (১২ জুলাই) লন্ডনের কেন্টে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের সংসদ সদস্যরা ২০ ওভারে ৮ উইকেটের খরচায় সংগ্রহ করে ১০৪ রান। জবাবে জয়ের জন্য ১০৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১১.৪ ওভারে মাত্র ১ উইকেটে জয়ের বন্দরে নোঙর ফেলে পাকিস্তানের সাংসদরা।

ইংল্যান্ডে এবারই প্রথমবারের মতো বসেছে আন্তঃসংসদ ক্রিকেট বিশ্বকাপ। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা করা বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নেয়। ইংল্যান্ডকে ৪০ রানে হারিয়ে জায়গা করে নেয় ফাইনালে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ এমআরএফ/আরএফ