Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দারিদ্র্য বিমোচনে শীর্ষে বাংলাদেশ


১৩ জুলাই ২০১৯ ১০:২৯ | আপডেট: ১৩ জুলাই ২০১৯ ১২:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্রুত দারিদ্র্য বিমোচনে সফলতা পাওয়া দেশের তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি’র (ইউএনডিপি) বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্য সূচকে (এমপিআই) এতথ্য জানানো হয়। বৃহস্পতিবার (১১ জুলাই) জাতিসংঘের ওয়েবসাইটে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়।

এমপিআই প্রতিবেদন অনুযায়ী, স্বাস্থ্য, শিক্ষা, কর্ম সুবিধা এবং জীবনযাপনের মানসহ বিভিন্ন সূচকে উন্নতি করেছে বাংলাদেশ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এটা বড় ধরনের উন্নতির চিহ্ন।

বর্তমানে বিশ্বের ১০১টি দেশে মারাত্মক বহুমাত্রিক দারিদ্র্য রয়েছে। এরমধ্যে ৩১টি নিম্ন আয়ের, ৬৮টি মধ্য আয়ের আর ২টি উচ্চ আয়ের দেশ। এসব দেশের  ১৩০ কোটি মানুষ বহুমাত্রিকভাবে দরিদ্র। ভালো স্বাস্থ্যসেবা না পাওয়া, কর্মক্ষেত্রে উপযুক্ত পরিবেশ না থাকা ও সহিংসতার আশঙ্কা বহুমাত্রিক দরিদ্রতা চেনার উপায়।

বিজ্ঞাপন

এছাড়া প্রতিবেদনে আরও বলা হয়, দ্রুত দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের পাশাপাশি সফলতা পেয়েছে কম্বোডিয়া ও ভারত।

সারাবাংলা/এনএইচ

টপ নিউজ দারিদ্র্য বিমোচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর