Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে হোটেল কর্মচারির মৃত্যু


১৩ জুলাই ২০১৯ ১১:২১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর একটি আবাসিক হোটেলে আগুন লাগার পর ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে এক কর্মচারির মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুলাই) সকাল ৮টার দিকে নগরীর খুলশী থানার ফয়’সলেক স্বর্ণালী আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে নিহত খোকন দত্তের (৫৫) বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) মো.কবির হোসেন সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছি- হোটেলের তিনতলায় একটি কক্ষে ওই কর্মচারি ঘুমাচ্ছিলেন। রাতে তিনি মশার কয়েল জ্বালিয়েছিলেন। সেখান থেকেই তোষকে আগুন লাগে। এতে ধোঁয়ায় দমবন্ধ হয়ে তার মৃত্যু হয়। তার শরীর অক্ষত রয়েছে।’

আগুন ওই কক্ষ থেকে বাইরে ছড়িয়ে পড়েনি জানিয়ে তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের টিমও গিয়েছিল। আমরা কক্ষের দরজা ভেঙ্গে মৃত ব্যক্তিকে উদ্ধার করেছি।’

সারাবাংলা/আরডি/পিটিএম

অগ্নিকাণ্ড ধোঁয়া মৃত্যু শ্বাস বন্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর