Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকার জন্য বিএনপির শোক, নাগরিক সমাজের প্রতিবাদ


৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৫২

স্টাফ করেসপন্ডেন্ট

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) নামে নির্বাহী কমিটির সভার শোক প্রস্তাব এনে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধে শহীদদের অবমাননা করেছে বিএনপি। এর প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার বিকেল ৩টায় মানববন্ধনের আয়োজন করেছে নাগরিক সমাজ।

হোটেল লা মেরিডিয়ানে বিএনপির নির্বাহী কমিটির সভায় শোকপ্রস্তাবে শনিবার সাকা চৌধুরীর নাম আসে। উদ্বোধনী অধিবেশনে শোক প্রস্তাব পাঠ করেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। শোক প্রস্তাব গৃহীত হওয়ার পর এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে শনিবার সকাল ১০টায় নির্বাহী কমিটির এ সভা ‍শুরু হয়।

যাদের জন্য বিএনপি শোক প্রকাশ করেছে, তারা হলেন- সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক এম এ মাজেদ, সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন, ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা আলী বেহরুজ, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, অর্থনীতিবিদ ড. মাহবুব হোসেন, সাংবাদিক ইউনিয়ন নেতা আলতাফ মাহমুদ এবং চিকিৎসক ডা. রশিদ উদ্দিন।

শিল্পী-সাহিত্যিকদের মধ্যে ছিলেন- নায়ক রাজ্জাক, লেখক শওকত আলী, সংগীতজ্ঞ সুধীন দাশ, কবি রফিক আজাদ, কন্ঠ শিল্পী আবদুল জাব্বার, বারী সিদ্দিকী, শাম্মী আখতার, লাকি আখান্দ, অভিনেতা নাজমুল হুদা বাচ্চু, নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনু ও কথা সাহিত্যিক জুবাইদা গুলশানারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, এম কে আনোয়ার, আসম হান্নান শাহ, সালাউদ্দিন কাদের চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হারুনুর রশীদ খান মুন্নু, ফজলুর রহমান পটল, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, নুরুল হুদা, খুলনার সাবেক মেয়র শেখ তৈয়বুর রহমানসহ দলের চার শতাধিক নেতা-কর্মী ছাড়াও বাসদ নেতা আফম মাহবুবুল আলম ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের নামও এই তালিকায় ছিল।

বিজ্ঞাপন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ২০১৩ সালের ১ অক্টোবর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে আপিল সাকা চৌধুরী আপিল করলে আপিল বিভাগেও ওই রায় বহাল থাকে।

২০১৫ সালের নভেম্বরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সালাউদ্দিন কাদেরের ফাঁসি কার্যকর করা হয়।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর