ময়মনসিংহে বজ্রপাতে তিনজনের মৃত্যু
১৩ জুলাই ২০১৯ ১৭:৩০
ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুর ও ফুলবাড়ীয়া উপজেলায় বজ্রপাতে তিনজন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও একজন। শনিবার (১৩ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
এরা হলেন, জামাল উদ্দিন (৪০), সোহাগ মিয়া (২৪) ও চৈত বমর্ণ (২২)। জামাল উদ্দিনের বাড়ি ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নে। সোহাগ মিয়ার বাড়ি উপজেলার বওলা ইউনিয়নের রামসোনা গ্রামে। তার বাবার নাম আব্দুল মজিদ।
অন্যদিকে ফুলবাড়ীয়া উপজেলায় মারা গেছেন চৈত বর্মণ (২২)। তার বাড়ি কালাদহ ইউনিয়নের বড়বিলা এলাকায়। বজ্রপাতে আহত হয়েছে তার ভাই মনিন্দ্র বর্মণ (২৪)।
ফুলপুর ও ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তথ্যের নিশ্চিত করেছেন।
ফুলপুর থানার ওসি জানান, শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা পয়ারী গ্রামের কৃষক জামাল উদ্দিন বাড়ির পাশে জমিতে ধানের চারা রোপন করতে যাওয়ার পথে বজ্রপাতে মারা যান। একই সময় সোহাগ মিয়া তার খামারের হাঁস চরাতে যাচ্ছিলেন, পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফুলবাড়ীয়া থানার ওসি জানান, উপজেলার বড়বিলা বিলে চৈত বর্মণ ও তার বড় ভাই মনু বর্মণ মাছ ধরছিল। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই চৈত মারা যান। এতে তার ভাই মনু আহত হয়েছেন।
সারাবাংলা/এটি