ঢাকা: চুয়াডাঙ্গার আলফাডাঙ্গা উপজেলায় বজ্রপাতে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এরা হলেন, মকবুলের ছেলে আল আমিন (৩০), গোলাম রসুলের ছেলে হুদা (৩২) ও মো. বরকতের ছেলে হামিদুল (৩৫)। তাদের সবার বাড়ি মেহেরপুরের বারাদি ইউনিয়নে।
স্থানীয়রা জানিয়েছেন, মারা যাওয়া তিন শ্রমিক ট্রাকে কলা লোড করছিলেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সোনিয়া আহমেদ সারাবাংলাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আহত তিনজনকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।
সারাবাংলা/এটি