চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স সম্মেলন শুরু
১৩ জুলাই ২০১৯ ১৯:৩৯
বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স সম্মেলন ২০১৯ এর উদ্বোধনী আয়োজন দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের শেনযেন শহরে অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (১২ জুলাই)। খবর রয়টার্সের।
বর্তমান বিশ্বে স্মার্টফোন,গাড়ি,রাস্তা,এয়ারপোর্ট সবখানেই কৃত্রিম বুদ্ধিমত্তা এক অবিচ্ছিন্ন ভার্চুয়াল সহযোগী। বিশেষজ্ঞরা বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখনও এর শিশু অবস্থায় আছে। সমাজ ও শিল্পে এর প্রকৃত অবদান দেখতে ২০২০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় প্রভাবশালী সব প্রতিষ্ঠান একত্রিত হয়ে এর ভবিষ্যৎ রূপরেখা তৈরি করবে এই বিশ্ব সম্মেলন থেকে।
উ যেন ইন্সটিটিউট রয়টার্সকে জানিয়েছে, ২০ বছর বয়সী বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পের মোট অর্থমূল্য ৭৮ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে ৭২ বিলিয়ন মার্কিন ডলার এসেছে শেষ ৫ বছরে।
চীনে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে প্রুতিশ্রুতি সবচেয়ে বেশি। ২০১৮ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বাণিজ্য থেকে তাদের আয় ১৫ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার।
চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং শেনযেন এর সহযোগী অধ্যাপক রয়টার্সকে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবন ও বাজার নেতৃত্ব চীনের হাতে থাকলেও আমরা নতুনদের কাছে নতুন কথা শুনতে আগ্রহী, দেখতে আগ্রহী নতুন উদ্ভাবন।
সারাবাংলা/একেএম