Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯ হাজর ৯৫৩ জন হজযাত্রী, ৩ জনের মৃত্যু


১৩ জুলাই ২০১৯ ২১:১৮

পবিত্র হজ পালনে সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেছেন ৩৯ হাজার ৯৫৩ জন বাংলাদেশি হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ১৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫ হাজার ৭৬৮ জন হজ করতে গেছেন। তাদের মধ্যে তিন বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুলাই) হজ অফিস সূত্রে এই তথ্য জানা গেছে।

মৃত তিন হজ যাত্রীর মধ্যে আছেন বগুড়ার সোনাতলা উপজেলার সালজার রহমান (৬১), কুমিল্লার মুরাদনগর উপজেলার আবুল হাশেম (৬১) ও রাজধানীর পল্লবীর সেলিম।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জনের হজে যাওয়ার কথা রয়েছে।

এদিকে হজ উপলক্ষে পবিত্র কাবা শরীফের বাইরে মিনা, মুজদালিফা, আরাফাত ও জামারাতের পবিত্র জায়গাগুলোতে শেষ মুহূর্তে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ।

সৌদির সরকারের পাশাপাশি বাংলাদেশে থেকে যাওয়া হাজিদের সুবিধার জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের হজ মিশন।

সৌদি আরবের বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মো. মাকসুদুর রহমান বলেন, ‘সরকারি ব্যবস্থাপনায় আসা বাংলাদেশি হজ যাত্রীদের জন্য সব ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ হজ অফিস ৪০০ মৌসুমী হজকর্মী নিয়োগ করেছে। পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তা, চিকিৎসক, ফার্মাসিস্ট, নার্সসহ পাঁচ শতাধিক কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১০ আগস্ট হজ অনুষ্ঠিত হবে।’

সারাবাংলা/এমআই

সৌদি আরব হজ হজ যাত্রীর মৃত্যু


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর